27.1.11

দূরছাই

শাহ আলম বাদশা

আম আর জামগাছে
টুনটুনি অই নাচে
লেজতুলে অই নাচে অই-
তাই দেখে জাফরিন
নাচে তাক্ তাক্ ধিন
নেচে নেচে করে হই-চই!


ডাকাডাকি আম্মার
কানে যায় নাকো তার
‘নেই পড়া নেই কাজ তোর?’
শেষমেষ রেগে তাই
আম্মাটা দুরছাই
কান ধরে টান দেয় ওর!!

পাশ করি!!

শাহ আলম বাদশা

এমন দেশে বাস করি
দিনদুপুরেও লাশ করি
জ্যান্ত মানুষ টুকরো করে
নৈরাজ্যের চাষ করি!

এমন দেশে বাস করি
জাতির সর্বনাশ করি
আদমপাচার-চোরাচালান
ডাটেই বারোমাস করি।
বাটোয়ারায় কমতি হলে
গোপনকথাও ফাঁস করি।।

এমন দেশে বাস করি
বোমামেরে জনসভায়
কারো কাঁধে চাপিয়ে দায়
প্রাণ যে কতো গ্রাস করি?
যাত্রীবাসে আগুণ দেয়ার
পরীক্ষাতেও পাশ করি!!